ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ছিনতাই

রাজধানীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ছিনতাই

বছিলা গার্ডেন সিটি এলাকা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২০:১১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২০:১১

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় একটি গ্রুপের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে রাত প্রায় সোয়া ৮টা পর্যন্ত ২৫ থেকে ৩০ জনের একটি গ্রুপ বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। তাদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তারা কয়েকজন পথচারীকে ছুরিকাঘাত ও মারধর করে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া ১২-১৪টি দোকানে ভাঙচুর চালিয়ে মালপত্র লুট করে দলটি।

ভুক্তভোগীরা জানিয়েছেন, শুক্রবার ছুটির দিন ঘুরতে গিয়ে ছিনতাই ও হামলার শিকার হন তারা। কেউ কেউ হাঁটতে বের হয়েছিলেন। 

এক তরুণী জানান, তিনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাত করে।  

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া সমকালকে বলেন, দোকানে ভাঙচুর করে কিছু মালপত্র নিয়ে গেছে বলে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×