রাজধানীর রামপুরার একটি বাসা থেকে জয়নব নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পূর্ব রামপুরার বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে অচেতন ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসাটি তরুণীর বন্ধু কমলের বলে জানানো হলেও ওই তরুণীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। কমল পলাতক।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নয়ন নামে এক নারী জয়নবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে জয়নবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তিনি এ ঘটনা জানান। তবে তরুণীর বিস্তারিত পরিচয় দিতে পারেননি।

পুলিশ হেফাজতে থাকা নয়ন জানিয়েছেন, তার ছোট ভাই কমলের সঙ্গে ওই তরুণীর যোগাযোগ ছিল। কমল বিবাহিত হলেও মাদকাসক্ত হওয়ায় বছরখানেক আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এর পরই মাঝেমধ্যে ওই তরুণী বাসায় আসত বলে তিনি জেনেছেন। মঙ্গলবার দুপুরের পর ওই তরুণী বাসায় আসেন। তারা দু'জনে ঝগড়া করেন। একপর্যায়ে তরুণী বাসার দরজা বন্ধ করে দিলে তার ভাই চলে যান। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন দরজা বন্ধ। প্রতিবেশীদের সহায়তায় দরজা খোলার পর দেখতে পান, তরুণী ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঝুলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে তরুণীর লাশ নিয়ে আসা নয়নকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য তরুণীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।