- রাজধানী
- হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মজুরুল।
হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন জানান, হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই পিলারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন