রাজধানীর বাড্ডার আফতাবনগর থেকে রোববার ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

ওই নারীদের জোরপূর্বক বিদেশে পাচারের চেষ্টা করেছিল মানব পাচারকারীরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- কক্সবাজারের কবির আহমেদ ও এমরান।

র‌্যাব জানিয়েছে, রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা তাদের বিদেশে পাচার করছে। নারীদের পাসপোর্ট করে দেন অসাধু পাসপোর্ট কর্মকর্তারা। পাচারের উদ্দেশ্যে কয়েক রোহিঙ্গা নারীকে আফতাবনগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় রাখা হয়েছে- এমন তথ্য পেয়ে র‌্যাব-৩ গতকাল অভিযান চালায়। সেখান থেকে ১৩ নারীকে উদ্ধার এবং চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় বিপুল সংখ্যক পাসপোর্ট ও ভুয়া জন্ম নিবন্ধনের ফরম পাওয়া যায়। কবির সাত মাস আগে বাসাটি ভাড়া নেয়। রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের ফুসলিয়ে ওই বাসায় আনে সে। পরে বিদেশে পাচার করা হয়। চক্রের অন্য দুই সদস্য পলাতক।