মাত্র ২৫ দিনের ব্যবধান। এ সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারে পাওয়া যায় চারটি লাশ। প্রতিটি ক্ষেত্রে হত্যার ধরন একই রকম। সবার গলায় গামছা প্যাঁচানো।

সর্বশেষ ঘটনাটি গত ৬ জানুয়ারির। ওই দিন রাজধানীর হাতিরঝিলসংলগ্ন ফ্লাইওভার থেকে মিজানুর রহমান নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিন দিন আগে, অর্থাৎ ৩ জানুয়ারি খিলক্ষেতে কুড়িল বিশ্বরোডসংলগ্ন ফ্লাইওভার থেকে মনির হোসেন নামের এক টেইলারিং মাস্টারের লাশ উদ্ধার করা হয়। গত বছরের ১০ ডিসেম্বর আক্তার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর লাশ ফেলে রাখা হয় কুড়িল ফ্লাইওভারে। তার গলায় প্যাঁচানো ছিল গামছা। এরপর ৩১ ডিসেম্বর খিলক্ষেত এলাকায় ফ্লাইওভারে ওঠার ডানপাশে আরেক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া যায়। একের পর এক ফ্লাইওভারে লাশ পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। কারা, কেন, কী কারণে তাদের হত্যা করেছে- সেই রহস্যের কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিজান হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম নামের একজনকে। পেশায় সিএনজি অটোরিকশার চালক হলেও দীর্ঘদিন ধরে সে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানের কাছ থেকে হাতিয়ে নেওয়া মোবাইল সেটটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও আদালতে নুরুলের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। কীভাবে পেশাদার একটি চক্র দিনের পর দিন ছিনতাই করতে গিয়ে হত্যার মতো ঘটনা ঘটিয়ে ধরাছোঁয়ার বাইরে ছিল, তা জানতে পেরে বিস্মিত সংশ্নিষ্টরাও।

নুরুল জানায়, ঢাকা ও গাজীপুরে আটটি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল সে। ৯ সদস্যের একটি গ্রুপ অনেক দিন থেকেই সিএনজি অটোরিকশায় যাত্রী তুলে তাদের জিম্মি করে সবকিছু হাতিয়ে নেয়। এতে কেউ বাধা দিলে তার গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ নির্জন এলাকায় ফেলে রাখে তারা। কোনো দেশীয়, এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না; গামছাই তাদের 'অস্ত্র'। মিজানকে হত্যার সঙ্গে নুরুলও জড়িত ছিল।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, ৬ জানুয়ারি হাতিরঝিলসংলগ্ন ফ্লাইওভারে লাশ পাওয়ার পর এটিএম কার্ডের সূত্র ধরে মিজানের পরিচয় জানা যায়। তিনি এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র। বনানীর গোল্ডেন টিউলিপ নামে একটি ফোর স্টার মানের হোটেলে সিনিয়র ওয়েটার হিসেবে চাকরি করতেন। ৫ জানুয়ারি দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত হোটেলে ডিউটি করে শেওড়া এলাকায় নিজের বাসার দিকে রওনা হন। সিএনজিতে ওঠার পর ছিনতাইকারীদের খপ্পরে পড়েন তিনি। অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংকের এটিএম কার্ড নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এতে বাধা দিলে ছিনতাইকারীরা গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তাকে। এর পর লাশ ফ্লাইওভারে ফেলে চলে যায়। লাশ উদ্ধারের পর ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুকের নেতৃত্বে একটি টিম এ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। প্রযুক্তিগত তদন্তে পুলিশ নিশ্চিত হয়, মিজানের খোয়া যাওয়া মোবাইল সেটটি সচল হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে গত শুক্রবার ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে। এরপর জানা যেতে থাকে ছিনতাই চক্রটির অপকর্মের নানা তথ্য।

নুরুল পুলিশকে জানায়, সাত-আট মাস ধরে সে পেশাদার ছিনতাইকারী হিসেবে সক্রিয় রয়েছে। গাজীপুর, টঙ্গী, সাইনবোর্ড, আশুলিয়া, জিরাবো, উত্তরা, আবদুল্লাহপুর, খিলক্ষেত, বাড্ডা, মহাখালী, রামপুরা, তেজগাঁও, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, ৩০০ ফিট এলাকা তাদের বিচরণক্ষেত্র। এই ছিনতাই চক্রের সদস্য ৯ জন। তিনটি টিমে ভাগ হয়ে প্রতি রাতে তারা অপারেশনে বের হয়। একেকটি দল দিনে অন্তত দু'জনকে টার্গেট করে। কোনো কোনো দিন চার-পাঁচজনও তাদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে। নুরুল নিজেই প্রায় চারশ' ছিনতাইয়ে জড়িত ছিল। এর মধ্যে আটজন তাদের হাতে নির্মম হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া ৩০-৪০ জনের কাছ থেকে সবকিছু হাতিয়ে নেওয়ার পর তাদের চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। ফ্লাইওভার ও আশপাশ এলাকায় সড়কবাতি না থাকা ও পুলিশি টহল কম থাকায় কাউকে হত্যার পর সেখানে লাশ ফেলা হয়।

জানা গেছে, নুরুলের গ্রামের বাড়ি চাঁদপুরে। ২০১১ সালের দিকে সে চট্টগ্রামে রিকশা চালাত। এরপর ঢাকায় এসেও কিছুদিন রিকশা চালিয়ে আবার চট্টগ্রামে ফিরে যায়। সেখানে গিয়ে সে একটি সিএনজি অটোরিকশা কেনে। তবে ওই রিকশার লাইসেন্স করতে না পারায় সেটি নিয়ে কুমিল্লায় চলে যায়। সেখানে কিছুদিন সিএনজি অটোরিকশা চালানোর পর তা বিক্রি করে দেয়। ওই টাকা দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১৪ সালের দিকে ঢাকায় এসে ভাড়া নিয়ে সিএনজি অটোরিকশা চালানো শুরু করে। প্রায় সাত মাস আগে পেশাদার এক ছিনতাইকারীর সঙ্গে পরিচয় হয় নুরুলের। তার মাধ্যমে সে ছিনতাইকারী চক্রে নাম লেখায়। নুরুল জানায়, ছিনতাই করে দিনে ৫০০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত পেয়েছে সে। ছিনতাইয়ের পর যা পাওয়া যায়, তা দলের সদস্যের মধ্যে ভাগ হয়। নুরুলের দাবি, অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও ছেলের পড়াশোনার খরচ কুলাতে না পেরে বাড়তি আয়ের আশায় রাতে ছিনতাই করছিল সে।

পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, চক্রটি ছিনতাই করা মোবাইল ফোনসেট জালাল নামের এক যুবকের কাছে জমা রাখত। সেও ছিনতাইকারী দলের সদস্য। ছিনতাইকৃত মোবাইল কয়েক মাস বন্ধ রাখার পর জালাল তা অন্যদের কাছে বিক্রি করত। নিহত মিজানের মোবাইল ফোনটি বাবু নামের একজনের কাছে বিক্রি করা হয়। নুরুলের পর জালাল ও বাবুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তারাও গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

দুর্ধর্ষ ছিনতাই চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়- ছিনতাইয়ে তারা বেশ কিছু কৌশল ব্যবহার করে। বেশিরভাগ সদস্য থাকে লুঙ্গি পরিহিত অবস্থায়। তাদের গলায় থাকে গামছা, হাতে বস্তা। পুলিশ কখনও জানতে চাইলে নিজেদের হকার হিসেবে পরিচয় দিয়ে বলে, কারওয়ান বাজার থেকে মালপত্র কিনতে যাচ্ছে। বিভিন্ন স্টেশন ও জনবহুল এলাকায় গিয়ে শেয়ারে সিএনজি অটোরিকশায় রাতে যাত্রীর ছদ্মবেশ ধারণ করে। ছিনতাইকারী চক্রের দু'জন আগে থেকে বসে থাকে অটোরিকশার পেছনের সিটে। দলেরই একজন থাকে চালকের আসনে। টার্গেট করা যাত্রীকে তার গন্তব্য সম্পর্কে জানতে চায় ছদ্মবেশী চালক। তখন যাত্রী গন্তব্যে যেতে রাজি হলে হঠাৎ পেছনে বসা ছদ্মবেশী যাত্রীদের একজন অটোরিকশা থেকে নেমে পড়ে। ওই সময় সে জানায়- তার বমি বমি ভাব হচ্ছে। তাকে সাইডে বসতে হবে। এই কৌশলে টার্গেট করা ব্যক্তিকে পেছনে মাঝের আসনে বসানো হয়। সিএনজি অটোরিকশা চালু হলে ছিনতাইকারীদের একজন টার্গেট করা ব্যক্তির ঘাড়ের ওপর আঙুল অথবা ধাতব কোনো কিছু ধরে রেখে পিস্তলের নলের মতো ভাব করে বলতে শুরু করে- আমরা খারাপ লোক। তোর সঙ্গে যা আছে দ্রুত বের কর। অনেকেই জীবনের ভয়ে টাকা, মোবাইলসহ সবকিছু দিয়ে পার পায়। আর কেউ দিতে না চাইলে তাকে মারধর করা হয়। বেশি বাধা দিলে ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা গামছা দিয়ে গলায় প্যাঁচ মেরে হত্যা করে ফেলে। নুরুল পুলিশকে জানিয়েছে, একবার মাথায় টুকরিওয়ালা একজনকে হত্যা করা হয়েছিল। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ওই টুকরিওয়ালা আসলে মাছ ব্যবসায়ী।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এই ছিনতাইকারী চক্রের সদস্যরা অত্যন্ত দুর্ধর্ষ। বেশ কয়েকটি হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। কাকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই লোমহর্ষক বিবরণও দিয়েছে নুরুল। কুড়িল ফ্লাইওভারে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর ফেলে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা জোরে টান দেওয়ায় তার গলায় গামছা রয়ে যায়।

বিপ্লব বিজয় তালুকদার আরও বলেন, এই চক্রের সদস্যরা ডেবিট বা ক্রেডিট কার্ড হাতিয়ে নিলেও টাকা উত্তোলনের পারদর্শিতা তাদের ছিল না। ফলে সেগুলো অব্যবহূত থেকে গেছে। তাদের মূল টার্গেট নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার। ছিনতাইকারী চক্রের কাছ থেকে ৫০টির মতো মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের মধ্য দিয়ে একই ধরনের বেশ কয়েকটি হত্যারহস্য উন্মোচিত হলো।

নিহত স্বর্ণ ব্যবসায়ী আক্তার হোসেনের ভাই একরাম হোসেন গতকাল সমকালকে বলেন, তার ভাইয়ের গলায় গামছা প্যাঁচানো ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।

মিজানের ভাই আরিফ সমকালকে বলেন, এক মাস পরই তার ভাইয়ের জাপান যাওয়ার কথা ছিল। তৈরি ছিল পাসপোর্টও। ভাইয়ের এমন মৃত্যুতে আমার মা পাগলের মতো আচরণ করছেন। এই হত্যায় জড়িতদের ফাঁসি চাই।