রাজধানীর ওয়ারীতে ওয়াসার গাড়ির চাপায় আবীর হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ওয়ারী স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবীর ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাসা কাপ্তানবাজার এলাকায়।

আবীরের সহপাঠীরা জানায়, আজ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সকালে বাসা থেকে হেঁটে স্কুলে আসছিল আবীর। পথে ওয়ারী স্ট্রিট এলাকায় ওয়াসার একটি গাড়ি পেছনে যাওয়ার সময় আবীরকে চাপা দেয়। গাড়ির চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যায় আবীর।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আতাউর রহমান

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে আবীরের মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে এসেছে তার সহপাঠী ও শিক্ষকরা। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা।