- রাজধানী
- বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে: তাপস
বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে: তাপস

শেখ ফজলে নূর তাপস -ফাইল ছবি
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থীরা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নৌকার গণজোয়ার দেখে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। পরাজয়ের ভয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
সোমবার ডেমরার সারুলিয়া এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তাপসের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সকাল থেকে সারুলিয়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুরের দিকে শেখ ফজলে নূর তাপস উপস্থিত হলে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে তারা শুভেচ্ছা জানান। সারা দিন জনসংযোগকালে ব্যারিস্টার তাপস কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
ব্যারিস্টার তাপস অভিযোগ করেন, সংঘর্ষ সৃষ্টি করে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা পাঁয়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
নির্বাচনী প্রচারনাকালে ব্যারিস্টার ফজলে নূর তাপস ডেমরা স্টাফ কোয়ার্টার মোডের ইসলামী মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণার সময় সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় তিনি বলেন, আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ গ্রহণ করেছেন। তারই ফলে এমন গণজোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামী ১ ফেব্রুয়ারি বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়যুক্ত করে ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে ঢাকাবাসী।
পথসভা ও গণসংযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান পলিনের পক্ষে ভোট প্রার্থণা করেন ব্যারিস্টার তাপস। পরে ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন বাসাবাড়িতে যান ও ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থণা করেন।
গণসংযোগে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় এবং নগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা তার সঙ্গে ছিলেন। ডেমরার রসুলপুর ও হাজীপুর এলাকায় মোড়ে মোড়ে ফুল ছিটিয়ে তাপসকে বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা। এ সময় ব্যারিস্টার তাপস গত রোববার গোপীবাগে সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
আধুনিক ও সচল ঢাকা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তাপস বলেন, যেসব নতুন ওয়ার্ড ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডে নগরের সব আধুনিক সুবিধা দেয়া হবে।
মন্তব্য করুন