আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র নির্বাচিত হলে কাউন্সিলরদের নিয়ে প্রতি মাসে জনগণের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে কথা দিতে চাই, প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে ওই এলাকার জনগণের সামনে মেয়র এবং কাউন্সিলররা উপস্থিত হবেন। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনব, অভিযোগ জানব, তাদের প্রশ্নের উত্তর দেব। যার মাধ্যমে সিটি করপোরেশন, মেয়র এবং কাউন্সিলর জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহির আওতায় আসবে।

সোমবার রাজধানীর উত্তরার মাসকট প্লাজা এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। দলীয় নেতাকর্মীরা নৌকা নৌকা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তেই হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আর এমন গণসংযোগের সময় জনগণের ভোগান্তি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণসংযোগের নামে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। জনদুর্ভোগ হলে কিন্তু ভোট বাড়বে না, ভোট কমবে। তাই জনগণের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে আপনারা গুরুত্ব সহকারে নজর রাখবেন।

তিনি বাউনিয়া, নলভোগ কালিয়ারটেকসহ ঢাকা-১৮ আসনের অধীন ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় কয়েকটি পথসভায় বক্তব্য দেন। আতিকুল ইসলাম একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চান। নগরবাসী সহযোগিতা করলে তিনি সফল হবেন। গত নয় মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালনকালে তার নেওয়া উন্নয়ন পদক্ষেপগুলোও তুলে ধরেন। তিনি বলেন, গত নয় মাস তিনি কঠিন অনুশীলন করেছেন। অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ঢাকা উপহার দিতে চান। তিনি বলেন, তার পাশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আছে। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার আছে শুধু ফ্রন্ট গিয়ার। সেই ফ্রন্ট গিয়ার হলো উন্নয়নের গিয়ার।

সন্ধ্যায় উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে বরিশাল সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।