ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নেতাকর্মীদের ওপর প্রতিপক্ষের হামলা চালানোর অভিযোগ করেছেন। 

রোববার রাজধানীর শাস্তিনগর কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচার চালাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায়ও গিয়েছি। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ করে ভোট ও দোয়া প্রার্থনা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পর সন্ধ্যার দিকে তারা অতর্কিতে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিলেন, তাদের ওপর আক্রমণ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক।

ফজলে নূর তাপস বলেন, আমরা সম্প্রীতি ও পরিবর্তনের রাজনীতি চাই। এই ইতিবাচক রাজনীতির সূচনা করতে চাই। আশা করব, সবাই আমার সঙ্গে সেই সূচনায় অংশগ্রহণ করবেন। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেব।

জনগণের কাছ থেকে 'স্বতঃস্ফূর্ত সাড়া' পাওয়ার দাবি করে এই মেয়র প্রার্থী বলেন, আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকা, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং সর্বোপরি উন্নত ঢাকা গড়ে তোলার জন্য যে পরিকল্পনা নিয়েছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। এজন্য স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। ঢাকাবাসী তার পক্ষে রায় দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় শান্তিনগর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ঘুড়ি প্রতীকের এনামুল হক আবুল এবং আনারস প্রতীকের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোকসানা ইসলাম চামেলীকে পরিচয় করিয়ে দেন তাপস। প্রচারের সময় রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

নেতাকর্মীদের উদ্দেশে তাপস বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারে সবাই অংশ নেবেন। লক্ষ্য রাখবেন, যাতে যানজটের সৃষ্টি না হয়। প্রত্যেক ব্যক্তির সঙ্গে যাতে সংযোগ করতে পারি, আপনারা সেই ব্যবস্থা করে দেবেন। আশা করি, নৌকার পক্ষে জনগণ রায় দেবেন।