- রাজধানী
- ‘কাজের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে মুজিববর্ষ উদযাপন করবো’
‘কাজের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে মুজিববর্ষ উদযাপন করবো’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, কাজের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে তারপর মুজিববর্ষ উদযাপন করবো। তিনি বলেন, সরকারের সমস্ত কর্মকাণ্ড যতই প্রযুক্তিবান্ধব হোক মানুষের সেবা নিশ্চিত না হলে সব ব্যর্থ হবে।
বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠান সেনজেন স্টার ইনস্ট্রুমেন্ট রংপুরের বিভিন্ন জেলায় ১ লাখ ৩১ হাজার ৩৫৩ টি সিঙ্গেল ফেজ মিটার, ৮ হাজার, থ্রি ফেজ মিটার ৯৫ টি এবং ৮৩৯ টি ডিসিইউ মিটার স্থাপন করবে। নেসকোর স্বচ্ছতা বৃদ্ধি, অনলাইন রিয়েল টাইম ডাটা এক্সেস, ভার্সেটাইল পেমেন্ট, যে কোনো স্থান থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও পরিশোধের ব্যবস্থা করা, নন-টেকনিক্যাল লস শুন্যের কোঠায় নামিয়ে আনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
নেসকো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা সদর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বিতরণের দায়িত্বে রয়েছে। প্রথম ধাপের এই প্রকল্পে ৯ জেলা যুক্ত রয়েছে। প্রকল্পের চুক্তি মূল্য ধরা হয়েছে ৪১৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাঈদ আহমেদ, নেসকো এমডি জাকিউল ইসলাম প্রমুখ ৷
মন্তব্য করুন