ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই সিটির নির্বাচনে বারবার অনিয়মের বিষয়ে জানানো হলেও রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করেননি।

সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে শনিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, নৌকা মার্কার কর্মী বাহিনী বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। অনেক জায়গায় কেন্দ্রে প্রবেশ করতেও দেওয়া হয়নি। ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট ইউনিটে আওয়ামী লীগ কর্মীরা নৌকা মার্কায় ভোট দিয়েছে। এসব বিষয়ে অভিযোগ দিলেও ব্যবস্থা নেননি রিটার্নিং কর্মকর্তারা।

ফখরুল অভিযোগ করেন, ‘কোনও কোনও কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিলো না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট না দিতে দিয়ে বের করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনীও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। আসলে, সিটি করপোরেশন নির্বাচনের নামে তামাশা হয়েছে।

অনেক সাংবাদিককেও লাঞ্ছিত করে ভোটকেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা।