- রাজধানী
- 'প্লিজ, আমার আশামণির লাশটা অন্তত খুঁজে দিন'
'প্লিজ, আমার আশামণির লাশটা অন্তত খুঁজে দিন'

ফাইল ছবি
বল কুড়াতে গিয়ে রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যাওয়া ছয় বছরের আশামণি ওরফে তোহামণির খোঁজ মেলেনি মঙ্গলবার পর্যন্ত। চার দিনেও শিশুটির খোঁজ না মেলায় হতাশ হয়ে পড়েছেন তার বাবা-মাসহ স্বজনরা। বাবা এরশাদ একবার হলেও মেয়ের মৃতদেহ দেখতে চান। কাতরকণ্ঠে এরশাদ বললেন, 'আমার মেয়েকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। প্লিজ, এখন আমার আশামণির লাশটা অন্তত খুঁজে দেওয়া হোক।'
গত শনিবার বিকেলে আরও কয়েকজনের সঙ্গে খেলার সময় আশামণি খালের পানিতে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তল্লাশি শুরু করেন। এরপর পেরিয়ে গেছে তিন দিন। চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চলেছে ঢিমেতালে। আশামণির পরিবারের অভিযোগ, খালের ময়লা সরানোর জন্য সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হলেও তা মেলেনি।
আশামণির বাবা এরশাদ বলেন, ভেকু সরবরাহের জন্য সিটি করপোরেশনের কাছে গেলে তারা প্রথমে লিখিতভাবে আবেদন করার কথা বলেন। এরপর পে-অর্ডার করার কথা জানান। এমন পরিস্থিতিতে কীভাবে এতকিছু করব। এতকিছু করতে যে সময় পার হয়ে যাবে, সে সময় আমার মেয়ে পচে গলে যাবে।
এদিকে শিশু আশামণিকে খুঁজে বের করার দাবিতে মঙ্গলবার স্থানীয়রা অবস্থান কর্মসূচিতে বসেন। যতক্ষণ পর্যন্ত শিশুটিকে খুঁজে দেওয়া না হবে, ততক্ষণ এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে আশামণিকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী। শিশুটিকে উদ্ধারে সরকারি সংস্থাকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা খালে তল্লাশি চালাচ্ছেন। খালে অতিরিক্ত আবর্জনা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিন ভাগের দু'ভাগ আবর্জনা সরানো সম্ভব হয়েছে। বুধবার বাকি অংশ সরানোর পরও যদি আশামণিকে পাওয়া না যায়, তাহলে আশপাশে তল্লাশি শুরু হবে। তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার থেকে ফের অভিযান চলবে।
আশামণির বাবা এরশাদ মুদি ব্যবসায়ী। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের চরশেলইয়ে। বর্তমান বাসা কদমতলীর মেরাজনগর ডি-ব্লকে। বাসার কাছেই রায়েরবাগ-কদমতলী সড়কের ডিএনডি খাল। গত শনিবার বিকেলে সঙ্গীদের নিয়ে খেলার সময় একটি ক্রিকেট বল খালের পানিতে জমে থাকা ময়লার স্তূপের ওপর পড়ে। বলটি কুড়াতে গিয়ে আশামণি ময়লার পানিতে ডুবে যায়। আশামণি এ বছর মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছে।
মন্তব্য করুন