রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

বুধবার ভোরের এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

র‌্যাব সদর দপ্তরের জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাত সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযানে যায়। এ সময় ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত শহিদ ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, দু’টি ওয়ানশুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।