- রাজধানী
- চার ভারতীয়র চুরি যাওয়া মালপত্র ৮ ঘণ্টায় উদ্ধার
চার ভারতীয়র চুরি যাওয়া মালপত্র ৮ ঘণ্টায় উদ্ধার

চুরি যাওয়া মালপত্র উদ্ধার করে ভারতের নাগরিকদের হাতে তুলে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত
বাংলাদেশে তীর্থস্থান ভ্রমণে এসে চুরির শিকার হয়েছিলেন ভারতের চার নাগরিক। মঙ্গলবার সকালে পুরান ঢাকার অভয়দাস লেনে অটোরিকশায় নিজেদের পাসপোর্ট ও লাগেজসহ মালপত্র রেখে খাবার হোটেলে ঢোকেন। ওই সময়ে অটোরিকশার চালক সেগুলো নিয়ে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় ভারতীয়রা বিষয়টি ওয়ারী থানায় জানালে পুলিশ ৮ ঘণ্টার চেষ্টায় ওই অটোরিকশা চালককে শনাক্ত করে সব মালপত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, ভারতের ওই চার নাগরিক অটোরিকশায় কমলাপুর থেকে স্বামীবাগ মন্দিরে যাচ্ছিলেন। পথে অভয় দাস লেনে গাড়ি থামিয়ে একটি হোটেলে খাবার খেতে যান। ওই সময়ে অটোরিকশা চালককেও তাদের সঙ্গে যাওয়ার অনুরোধ করলে চালক গাড়িতেই থেকে যান। ভারতীয়রা খাবার খেয়ে হোটেল থেকে বেরিয়ে আর ওই অটোরিকশা ও এর চালককে খুঁজে পাননি। পরে তারা স্থানীয়দের সহায়তায় ওয়ারী থানায় গিয়ে অভিযোগ করেন।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশনস) সুজিত কুমার সাহা জানান, অভিযোগ পেয়েই পুলিশ অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ যাচাই করে। সেটি পাওয়ার পর এর মালিককে খুঁজে বের করা হয়। এরপর তার মাধ্যমে চালক হাবিব হাওলাদারকে চিহ্নিত করা হয়। পরে ধোলাইপাড় এলাকার তার বাসা থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, খোয়া যাওয়া মালপত্রের মধ্যে ছিল সাত হাজার রুপি, বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা, চারজনের পাসপোর্ট, কলকাতাগামী ট্রেনের চারটি টিকিট, দুটি ট্রলি ব্যাগ, চারটি কাঁধ ব্যাগ ও দুটি ভ্যানিটি ব্যাগ। এর সবই উদ্ধার করা হয়েছে। তবে চালক আগেই আত্মগোপনে চলে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন