- রাজধানী
- রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কেউ ফেরত আসেনি: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কেউ ফেরত আসেনি: পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন- ফাইল ছবি
সৌদি আরব বা অন্য দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কোনো ব্যক্তি ফেরত আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 'বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার-২০২০' এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আগামী শুক্রবার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-পোল্যান্ড এফওসি (ফরেন অফিস কনসালট্যান্সি) বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে 'সৌদি আরব বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়' এমন খবর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্পষ্ট ভাষায় বলেন, রোহিঙ্গা পরিচয়ে সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে একজন ব্যক্তিও ফেরত আসেনি। সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গা যাওয়ার বিষয়েও আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, পত্রিকায় চমক দেওয়া খবর ছাপা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে, রিয়াদে বাংলাদেশি দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখন পর্যন্ত জানায়নি। সৌদি কর্তৃপক্ষ এ ধরনের কোনো কিছু জানালে এর প্রতিবাদ করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। আর এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের সে দেশে যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।
ভাসানচর যাচ্ছেন মন্ত্রী-সচিব : বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পোল্যান্ডের এফওসি বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ভাসানচরের পরিবেশ দেখতে পররাষ্ট্রমন্ত্রী আগামী শুক্রবার সেখানে পরিদর্শনে যাচ্ছেন। তিনি নিজেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যাবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সংকট দীর্ঘায়িত হলে রোহিঙ্গাদের পাচারের শিকার হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। এর আগে তারা রাখাইন থেকেও পাচারের শিকার হয়েছিল। তাদের মধ্যেও পাচারকারী রয়েছে। পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সজাগ হতে হবে।
এফওসি বৈঠকে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী মারসিন প্রেডেক্স উপস্থিত ছিলেন। বৈঠকে পোল্যান্ড বাংলাদেশে কূটনৈতিক মিশন খোলার কথা জানিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব। এ ছাড়া দু'দেশের মধ্যে নিয়মিত এফওসি বৈঠক অনুষ্ঠানের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে।
মন্তব্য করুন