ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পায়ুপথে স্বর্ণের বার পাচারের সময় এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্বর্ণের বার পাচারের সময় তাকে আটক করা হয়।

নিলুফার ইয়াসমিন নামে আটক ওই নারী মধ্যরাতে ব্যাংকক থেকে থাই লায়ন এয়ারের একটি ফ্লাইটযোগে ঢাকা আসেন। খবর ইউএনবির

কাস্টমসের সহকারী কমিশনার সুলায়মান সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর একটি দল ওই নারীকে থামানোর সংকেত দেয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি পায়ুপথে স্বর্ণের বার বহন করার কথা স্বীকার করেন।

এরপর প্রায় ৭০ লাখ টাকা সমমূল্যের ১ দশমিক ৩৭ কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে নিলুফার ইয়াসমিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।