ঢাকা ট্যাকসেস্‌ বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীপন্থি কর আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছেন।

এই নির্বাচনে আওয়ামী কর আইনজীবী লীগ মনোনীত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী হয়েছেন। এই প্যানেল থেকে অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা সভাপতি এবং অ্যাডভোকেট সুফী মোহাম্মদ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্যানেল তিনটি সম্পাদকীয় এবং ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ট্যাকসেস্‌ বার অ্যাসোসিয়েশনের হলরুমে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নির্বাচিত হন তারা। এ সময় ২৩টি পদের (একটি পদ পদাধিকারবলে সংরক্ষিত) সবকটিতেই একক প্রার্থী থাকায় তাদের বিজয়ী বলে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার ও এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ২০২০-২০২১ সালের জন্য নির্বাচিত এই কমিটি ঘোষণা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী কর আইনজীবী লীগ মনোনীত প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি: অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার ও অ্যাডভোকেট শেখ গোলাম মোহাম্মদ বাদল, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট জাকারিয়া খান স্বপন, সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য: অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট নির্মল ডি'কস্টা, অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান, অ্যাডভোকেট রাজীউর রহমান খান, অ্যাডভোকেট শাহজাহান আলম খান, অ্যাডভোকেট সুজন চক্রবর্তী ও অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ (পদাধিকারবলে)।

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট আবুল হাসিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট মাঈন উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক: অ্যাডভোকেট ফয়েজুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য: অ্যাডভোকেট আহমেদ উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট আলিম উদ্দিন আহমেদ মিঠু, অ্যাডভোকেট ফরহাদ হোসেন সরকার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট কাইউম সরকার ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

এর আগে অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

বিষয় : ট্যাকসেস বার

মন্তব্য করুন