আগারগাঁও অঞ্চলের বেশ কিছু সরকারি আবাসিক ভবনে নতুন সংযোগ দেওয়ার জন্য সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিমকাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পশ্চিম পাশ, শিশুমেলা থেকে থেকে আগারগাঁও অঞ্চলে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ওই এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রাত ৮টায় ফের গ্যাস সরবরাহ চালু হবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে।

তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন  জানান, আগারগাঁওয়ে কিছু সরকারি বাসভবনে গ্যাস সংযোগ দেওয়ার কাজের জন্য গ্যাসের লাইন বন্ধ রাখতে হয়েছে। 

গ্যাস সরবরাহ বন্ধের পূর্ব প্রস্তুতি না থাকায় বিপাকে পড়েছে এসব এলাকার অধিকাংশ বাসিন্দা। 

পীরেরবাগের বাসিন্দা মনিরা নাসরিন জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নাই। গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জানলে আগেই রান্না করে রাখতাম।