সালাম দিয়েই জিজ্ঞাসা করবে- 'ভাই, কেমন আছেন? কত দিন পর দেখা হলো। সব আগের মতোই চলছে তো।' এভাবেই পূর্বপরিচিত সেজে ছিনতাই করে ওরা। এ চক্রের ৪২ সদস্যকে শুক্রবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ৭৪টি মোবাইল ফোন ও একটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এগুলো ছিনতাই করে মজুদ রেখেছিল তারা। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী ও সালাম পার্টির সক্রিয় সদস্য। রাজধানীর মহাখালী, সাতরাস্তা, নাবিস্কো, বনানী, গুলশান, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় রিকশাযাত্রী ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করে। তিনি জানান, ঢাকার অনেক এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই রাতে। ল্যাম্পপোস্টগুলোর বেশিরভাগই নষ্ট। এজন্য অলিগলি অন্ধকার থাকে। এ সুযোগ নেয় ছিনতাইকারীরা। তাদের গ্রেপ্তারের পর সাজার ব্যবস্থা না করা গেলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব হবে না।

ডিবি কর্মকর্তা জানান, বেশিরভাগ সময় এরা গভীর রাত থেকে ভোর পর্যন্ত বাস-লঞ্চ টার্মিনাল এবং অন্ধকার গলিতে ছিনতাই করে থাকে। ছিনতাইকারীরা রিকশাযাত্রী বা পথচারীকে সালাম দেয় যেন তারা পরস্পরের পূর্বপরিচিত। সালাম পেয়ে যাত্রী কিংবা পথচারী থামলে কাছে এসে চাকু দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে টাকাপয়সা, মোবাইল ফোনসহ মালপত্র ছিনিয়ে নেয়। ছিনতাই করা মোবাইল ফোন তারা বিক্রি করে মোবাইলের যন্ত্রাংশ বিক্রির দোকানে। ধরা পড়ার ভয়ে দোকানদার চোরাই মোবাইল কিনে খুলে ফেলে ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে। এমনকি দোকানিরা মোবাইলের মাদারবোর্ড ও আইএমইআই নম্বর পাওয়া যাবে এমন পার্টস বিক্রি করে না। এসব মোবাইল ফোন মেরামতের দোকানের তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলবে।