দেশে প্রথমবারের মতো বিভিন্ন জেলার কবুতর খামারিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবুতর প্রদর্শনী। এই দিনব্যাপী কবুতর মেলায় বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার দেশি ও বিদেশি কবুতর প্রদর্শীত হয়।

বাংলাদেশ জাতীয় কবুতর এসোসিয়েশনের (এনপিএবি) আয়োজনে এবং এসিআই এনিমেল হেলথের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে সারা দেশ থেকে প্রায় ৮০০ জন খামারি অংশগ্রহণ করেন।

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি ছিলেন এসিআই এগ্রিবিজনেসের এমডি ও সিইও ড. এফ এইচ আনসারী। 

কবুতর খামারিদের এ প্রদর্শনী থেকে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সামনে অগ্রসর হওয়ার এবং কবুতর প্রদর্শনীকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। 

প্রদর্শনীতে বিচারক হিসাবে ইংল্যান্ড ও বাহরাইন থেকে বিচারক অংশগ্রহণ করেন এবং সেরা কবুতরকে পুরস্কারের জন্য মনোনীত করেন। বিজ্ঞপ্তি।