রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে সন্তান ও স্ত্রীর পর এবার মারা গেলেন দগ্ধ শহিদুল কিরমানিও। 

সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। এর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল কিরমানির স্ত্রী জান্নাতের মৃত্যু হয়।

 তার আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বছরের শিশু একেএম রুশদি, এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যূথী ও বায়িং হাউসের অফিস সহকারী আব্দুল কাদের লিটন ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তারা একই ভবনের বাসিন্দা।

শহিদুল দম্পতি একমাত্র সন্তান রুশদিকে নিয়ে ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার ইটনা গ্রামে।