মুজিববর্ষে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান এম এ হাকিম।

এম এ হাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। যা শুরু হবে মুজিববর্ষের শুরুতে আগামী ২১ মার্চ। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম বৃক্ষটি রোপণ করা হবে জাতির পিতার জন্ম জেলা ফরিদপুরের রাজবাড়ীর শান্তি মিশনে। সেখানে উপস্থিত থাকবেন রাজবাড়ীর জেলা প্রশাসক। 

তিনি আরও বলেন, এই বৃক্ষগুলো যতদিন জীবিত থাকবে ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি বহন করবে। পাশাপাশি এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের একটি আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং পরিবেশ রক্ষা, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ। বিদেশে রপ্তানি করেও আয় হবে বৈদেশিক মুদ্রা। যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।

এম এ হাকিম বলেন, উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জসহ রাস্তার পাশে এবং বসতবাড়িতে ব্যাপকভাবে নিমের চারা লাগানো হয়েছে, যা বর্তমানে ফুল ও ফলে শোভা পাচ্ছে। এসব গাছের পাতা, ফল, বীজ ও ছাল থেকে তৈরি হচ্ছে জৈব কীট বিতাড়ক, জৈব সার ও জৈব প্রসাধনী। সেগুলো দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, নিম ফাউন্ডেশনের পরিচালক কর্নেল সাইদুল আলম প্রমুখ।

১০ লাখ ঔষধি গাছ রোপণের এই উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আগামীনিউজ ডটকম। মুজিববর্ষে এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এম এ হাকিম।