মুক্তিযুদ্ধ শেষে ঢাকার বাসাবো মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অস্ত্র সমর্পণকারী বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে 'বাসাবো মাঠে বঙ্গবন্ধুর কাছে বীর মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ দিবস উদযাপন কমিটি' এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বাসাবো মাঠে অস্ত্র সমর্পণকারী ঢাকার পূর্বাঞ্চলের ১৬৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে বেশ কয়েকজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ওইদিন বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদানকারী যুদ্ধকালীল কমান্ডার এম এ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদব ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, শামসুজ্জমান বাবুল, আলমাস উদ্দিন, পারভিন রশীদ, আবদুর রহিম প্রমুখ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা বাসাবো মাঠে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।