রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তের ‌ছুরিকাঘাতে মনির হোসেন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বনানীর সেতু ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেনের গ্রামের বাড়ি নীলফামারীর জলডাঙ্গার পশ্চিম শিমুলবাড়ী এলাকায়। তিনি ঢাকার নাখালপাড়া এলাকায় থাকতেন এবং বনানীতে 'আইএসএল' নামে একটি কোম্পানিতে চাকরি করতেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতে সম্ভবত নাখালপাড়ায় বাসায় ফেরার পথে মনির আক্রান্ত হন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের ক্ষত ছিল। টহল পুলিশ তাকে   উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। মোবাইলসহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র তার সঙ্গেই ছিল। ফলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়।’

এরই মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।