রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ফ্লাইওভারের ঢাল থেকে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় না পাওয়ায় লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

পরিচয় শনাক্ত করতে লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাতরাস্তা থেকে মগবাজারের দিকে যাওয়া ফ্লাইওভারের ঢাল থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। তার পকেট থেকে ১০ হাজার টাকা ও পণ্য কেনার একটি লম্বা তালিকা জব্দ করা হয়েছে। লাশের মাথা ও কান দিয়ে রক্ত ঝরছিল।

শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবক পণ্যবাহী ট্রাকের ওপরে ছিল। ট্রাকটি ফ্লাইওভারে ওঠার সময় ঘুমন্ত অবস্থায় যুবক রাস্তায় পড়ে যাওয়ায় তার মৃত্যু হতে পারে।