- রাজধানী
- তারা পেলেন ১০ দিনের খাবার
তারা পেলেন ১০ দিনের খাবার
সমকাল, সেবা.এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের যৌথ প্রয়াস

শুক্রবার পাঁচ শতাধিক রিকশাচালক ও ছিন্নমূল অসহায় মানুষকে সহায়তা করেছে 'মিশন সেভ বাংলাদেশ'। এই সময় সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, সেবা এক্সওয়াইজেডের চিফ স্ট্রাটেজিক অফিসার সামিউল, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া ও বনানী থানার ওসি নূরে আজমসহ অনেকে উপস্থিত ছিলেন-সমকাল
মামুন (৪০) থাকেন রাজধানীর কড়াইল বস্তিতে। বনানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার আয়েই চলে তিনজনের সংসার। খুব বেশি না হলেও দৈনিক আয়ে মোটামুটি সংসার চলে যায়। গত কয়েক দিন থেকে পরিস্থিতি পাল্টে গেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মামুনের জীবিকাতেও বিরুপ প্রভাব ফেলেছে। ভাইরাসের সংক্রমণ রোধে সরকার জনজীবনের চলাচলে ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে মামুনের মতো নিম্নআয়ের মানুষদের আয় গেছে কমে।
বৃহস্পতিবার সারা দিনে মামুন ২০০ টাকা পেয়েছে রিক্সা চালিয়ে, এর মধ্যে রিক্সা মালিককে দিতে হয়েছে ১৫০ টাকা। রোজগার কমে যাওয়ায় সংসারে টান পড়েছে। তিন বেলা খাওয়াও জুটছে না।
তবে শুক্রবার দিনটি ছিল ভিন্ন। হাসিমুখে বাড়ি ফিরছিলেন। বনানীর চার নম্বর সড়কে কথা হয় তার সাথে। বললেন, ক’দিন খুব দুর্ভোগ গেছে। তবে আজ একটু খুশি। চাল-ডালসহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস মিলেছে। স্ত্রী, সাত বছরের মেয়েসহ তিনজনের পরিবারে কয়েকদিনের চলার মতো খাবারের ব্যবস্থা হয়েছে। মামুনের মতো পাঁচ শতাধিক রিকশাচালক ও ছিন্নমূল অসহায় মানুষকে সহায়তা করেছে 'মিশন সেভ বাংলাদেশ'।
তাদের বিনামূল্যে এক হাজার টাকার নিত্যপ্রয়োজরীয় দ্রব্য দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে ১০ কেজি চাল এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও সাবান একটি।
দৈনিক সমকাল, সেবা.এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের একটি যৌথ প্রয়াস এই মিশন সেভ বাংলাদেশ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশাপাশি বেসরাকরি খাতের এ ধরনের উদ্যোগ আশির্বাদ হয়ে দেখা দিয়েছে রাজধানীর নিম্নআয়ের মানুষদের জন্য। কারণ করোনার ছড়িয়ে পরা ঠেকাতে সরকার সব নাগরিককে ঘরে থাকতে বলেছে। রিকশাওয়ালা থেকে শুরু করে রাস্তার হকার, যাদের একদিন আয় না হলে চাল কেনার টাকা জোটে না তাদের জন্য ঘরে থাকা সত্যিই বড় চ্যালেঞ্জ। নিম্ন আয়ের এসব মানুষের তাদের ঘরে থাকার উপায় নেই। জীবন জীবিকার তাগিদে পথে নামতে হচ্ছে। সুবিধাবঞ্চিত এই মানুষদের পাশে দাঁড়িয়েছে মিশন সেভ বাংলাদেশ। বুধ ও বৃহসপতিবার দুই দিনে ছয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ১০ দিনের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে। এই উদ্যোগের পাশাপাশি মিশনের স্বেচ্ছাসেবকরা গুলশান ডিসিসি মার্কেট ও মহাখালী এলাকা জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
শুক্রবার বনানীর বৈশাখী পার্কের সামনে পাঁচ শতাধিক রিকশাচালক ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যের পণ্য সরবরাহ করা হয়। মিশন সেভ বাংলাদেশকে এ কাজে সহযোগিতা করে বনানী সোসাইটি।
এই সময় উপস্থিত ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, সেবা এক্সওয়াইজেডের চিফ স্ট্রাটেজিক অফিসার সামিউল, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া ও বনানী থানার ওসি নূরে আজম।
উদ্যোক্তারা জানিয়েছেন, তারা আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবেন।
সমকাল, সেবা.এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের এই উদ্যোগের পাশে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্জ, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি পাঠাও, ডাবর বাংলাদেশ, তুরণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লি. ই কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেক, স্মার্টিফায়ার, হাই ডিজিটাল এবং জসিআই ঢাকা সাউথ। এখন পর্যন্ত তহবিল সংগ্রহ হয়েছে ৩০ লাখ ৩১ হাজার ৯৭৯ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ অনুযায়ী 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে চাইলে ভিজিট করতে পারেন (https://samakal.com/MissionSaveBangladesh) এই ঠিকানায়।
মন্তব্য করুন