- রাজধানী
- রাজধানীতে খাদ্য সহায়তাসহ করোনা রোধে নানা কার্যক্রম
‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ
রাজধানীতে খাদ্য সহায়তাসহ করোনা রোধে নানা কার্যক্রম

'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে খাদ্য সহায়তা পেলেন নিম্ন আয়ের মানুষেরা- সমকাল
করোনাভাইরাসের সংকট মোকাবিলায় মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা কার্যক্রম। ঘরে থাকতে বলা হয়েছে মানুষকে। এমন পরিস্থিতিতে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরকারের পাশাপাশি তাদের সহায়তা দিতে এগিয়ে এসেছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপণ্য ও মাস্ক বিতরণ, জীবাণুনাশক ছিটানো, হ্যান্ডওয়াশ বেসিন স্থাপন ও সামাজিক দূরত্ব রক্ষার বিষয়ে প্রচারণা চালানো হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, সকালে মিরপুর ডিওএইচএসের পাশে সরদারবাড়ি বস্তিতে নিম্ন আয়ের ২৮ পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা দেওয়া হয় মিশন সেভ বাংলাদেশের পক্ষ থেকে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও একটি সাবান।
পরে কালসী, মিরপুর ডিওএইচএস, মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এরপর মিরপুর ১,২, ৬,৭, পল্লবী,মাটিকাটা, মানিকদি এবং ভাসানটেক এলাকায় জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হয়।
এছাড়া এই উদ্যোগের অংশ হিসেবে বাড্ডা ও গুলশান লিংক রোড এলাকায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়। রাজধানীর কলাবাগান, কারওয়ানবাজার, রামপুরা ও বাড্ডা এলাকায় বসানো হয়েছে চারটি হ্যান্ডওয়াশ বেসিন। মোহাম্মদপুরে ২০টি মুদি দোকান ও ফার্মেসির সামনে সামাজিক দূরত্ব সার্কেল বসানো হয়।
নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'। এই উদ্যোগে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আড়াই হাজারের বেশি পরিবার পেয়েছে নিত্যপণ্য সহায়তা। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
'মিশন সেভ বাংলাদেশ'উদ্যোক্তারা জানিয়েছেন, করোনার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম এবং নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে খাদ্য সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং ও আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৬৩ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন-https://samakal.com/MissionSaveBangladesh এ ঠিকানায়।
মন্তব্য করুন