বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এমন অবস্থায় ৩০০টি দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে রওনাক স্পোর্টিং ক্লাব।

শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দেলোয়ার হোসেন খেলার মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন। এর আগে বৃহস্পতিবার রাতে আরও ৩০০ পরিবাকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ক্লাবটির পক্ষ থেকে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আবদুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান কোয়েল , সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ সংগঠনের সদস্যরা।