দিন শেষে সন্ধ্যায় ছেলে-মেয়েদর নিয়ে ঘরে সময় কাটাচ্ছিলেন রোকেয়া বেগম। কিন্তু কে জানতো নিরাপদ সে আঙ্গিনায় জমদূত হয়েছিল একটি বিদ্যুতের ছেড়া তার। সেই তারে জড়িয়ে মুহূর্তে নাই হয়ে গেলেন রোকেয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডিপিডিসি’র উচ্চ চাপ (এসটি ক্যাবল) তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই রোকেয়ার (৪৫) মৃত্যু হয়। স্বামী ইউনুস হাওলাদারসহ চার ছেলে-মেয়েকে নিয়ে মসজিদ সংলগ্ন হাজী আব্দুল আলী বাসায় ভাড়া থাকতেন হতদরিদ্র রোকেয়া।

এ ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাকে হারিয়ে নির্বাক ছেলে-মেয়েগুলো।

ঘটনার পর আগুন ধরে গেলে স্থানীয়রা আগুন নেভান। তখন পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, তারটি আগেই দেখেছিলেন তারা। কিন্তু বিদ্যুৎ অফিসে ফোন দিলেও আসার কথা বলে আর ঠিক করতে আসেনি। ঘটনার পর পরই অবশ্য ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও পুলিশের লোকজন এসে তারটি ঠিক করে দিয়ে যায়।

রোকেয়ার ভাই মনির বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে তার বোনের প্রাণ গেল । এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।