- রাজধানী
- রাজধানীর ১০০ বাসায় খাবার পৌঁছে দিলেন আইনজীবী ইমতিয়াজ
রাজধানীর ১০০ বাসায় খাবার পৌঁছে দিলেন আইনজীবী ইমতিয়াজ

পুরান ঢাকার ১০০টি পরিবারের এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ
করোনাভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া রাজধানীর পুরান ঢাকার ১০০টি পরিবারের এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’র সভাপতি।
মঙ্গলবার সকাল থেকে নাজিরাবাজার, ওয়ারী, ছুড়িটোলা, বংশাল, লালবাগের এসব বাসায় তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন। নিজের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম চালাচ্ছেন বলে জানান তিনি।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, আধা কেজি লবন, আধা কেজি মুড়ি, একটি সাবান ও দুইটি মাস্ক।
ইমতিয়াজ আহমেদ বলেন, আজকে মূলত আমি এমন কিছূ মানুষকে সহযোগীতা করেছি, তারা না খেয়ে থাকলেও কারো কাছে যাবে না। আমি আমার পরিচিতদের মাধ্যমে এই ১০০ পরিবারকে খুঁজে বের করেছি এবং তাদের বাসায় বাসায় খাদ্য সামগ্রীর দিয়ে আসছি। শিগগিরই দিনমজুর ও দুস্থ মানুষদের জন্য খাদ্য সহায়তা দিবেন বলে জানান তিনি।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। একই সঙ্গে ঘরে থাকার কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে। এ জন্য তাদের খাবারের ব্যবস্থাও করতে হবে।
সরকারের পক্ষ থেকেতো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছেই, পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন