- রাজধানী
- পাঁচদিনে মিটফোর্ড হাসপাতালে করোনা শনাক্ত ৪৪ জনের
পাঁচদিনে মিটফোর্ড হাসপাতালে করোনা শনাক্ত ৪৪ জনের

ফাইল ছবি
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে গত পাঁচদিনে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রোববার করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১ জন।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী রোববার রাতে সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী জানান, গত সোমবার থেকে আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ডক্তার ২৪ জন, নার্স ১০ এবং স্টাফ ১০ জন। এর মধ্যে রোববার শনাক্ত হয়েছেন ২১ জন। তাদের মধ্যে ডাক্তার ১৪ জন, নার্স ২ জন এবং আনসার ও কর্মী ৫ জন। এ ছাড়া এখানে ১১ জন রোগী করোনা শনাক্ত হয়েছেন।
মন্তব্য করুন