- রাজধানী
- ঢাকায় বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দিল র্যাব
ঢাকায় বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দিল র্যাব

করোনাভাইরাস রোধে চলমান বন্ধের মধ্যে ঘরবন্দি খেটে খাওয়া শ্রমজীবী ও দিন মজুরসহ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধা আশ্রমে খাদ্যসামগ্রী বিতরণ করছেন র্যাব সদস্যরা।
গত শনিবার রাজধানীর মিরপুরে বিভিন্ন এতিমখানা ও কল্যাণপুরে 'চাইল্ড এন্ড এইজ কেয়ার' বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এই খাবার বিতরণ করেন।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সাজেদুল ইসলাম সজল সমকালকে বলেন, র্যাব-৪ এর আওতাধীন এলাকায় শুরু থেকেইে অধিনায়কের নির্দেশে অসহায় পরিবারগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সোমবার মিরপুর ও কল্যাণপুরের বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করেন অধিনায়ক নিজেই।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এর বাইরে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে বাইরে বের হওয়া ও বিনা কারণে ঘুরে বেড়ানো লোকজনকে সচেতন করেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
মন্তব্য করুন