- রাজধানী
- ভাড়াটিয়াকে বের করে দেওয়া সেই বাড়ি মালিক গ্রেপ্তার
ভাড়াটিয়াকে বের করে দেওয়া সেই বাড়ি মালিক গ্রেপ্তার

রাজধানীর পান্থপথে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া বাড়িওয়ালা নুর আক্তার শম্পাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে র্যাব-২ এর একটি দল ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কলাবাগ থানায় মামলা হয়েছিল।
র্যাব-২ এর কর্মকর্তা মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, মামলা হওয়ার পর ওই আসামিকে র্যাব নজরদারি করছিল। এরপর ধানমণ্ডি এলাকায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন বাড়ি মালিক শম্পা। উল্টো তিনি থানায় অভিযোগ করেন ভাড়াটে তাকে মারধর করেছে।
পরে পুলিশ তদন্ত করে আসল রহস্য বের করে। এরপরও ওই রাতে র্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে বাসায় রাখার অনুরোধ জানিয়েছিল। পরে ভাড়াটিয়া তার বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য করুন