রমজান মাস শুরুর আগে কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করে তারা।

দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসন বাবুর নিজস্ব অর্থায়নে বাসায় বাসায় কর্মীরা এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, করোনা রোধে মানুষ ঘরবন্দি হয়ে আছেন। দরিদ্র নন এমন মানুষও অসহায় হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে সবাইকে সহায়তা করা হচ্ছে। এরপরও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।

গাজী সারোয়ার বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ মবানবতার সেবায় যুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুরু থেকেই করোনা নিয়ে সচেতন করতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন তিনি। পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় ফোন ও ম্যাসেঞ্জারে সহায়তা চেয়েছেন এমন দুই শতাধিক পরিবারের বাসায় দক্ষিণ যুবলীগের চারটি টিম ইফতার সামগ্রী ও খাবার পৌছে দেয়। 

বুধবার শ্যামপুর, যাত্রাবাড়ি, বংশাল, কোতয়ালী, ওয়ারী, খিলগাঁও, রমনা ও শাহবাগ এলাকায় বাসায় বাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি।