করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বিএনপিকে ১০ হাজার মাস্ক উপহার দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। 

বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার চীন দূতাবাস থেকে সুরক্ষা সামগ্রীগুলো সংগ্রহ করেছেন। 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন-বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

এ সময় প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ  বিএনপি মহাসচিবের পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানান।