রাজধানীর পল্টন এলাকার একটি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার সকালের এ ঘটনায় পুলিশ গিয়ে বুঝিয়ে বলার পর তারা ফিরে যান।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, পল্টনের স্কাউট ভবনের পেছনের এলাকায় 'ইটন ফ্যাশন' নামের একটি পোশাক কারখানায় কাজ করেন আন্দোলনকারী শ্রমিকরা। বুধবার কারখানায় গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে শতাধিক শ্রমিক রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে সেখানে পুলিশ যায়। তবে মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় তাদের সঙ্গে শ্রমিকদের কোনো আলোচনা করা সম্ভব হয়নি। 

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধের পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও শ্রমিকরা বিক্ষোভ করেছেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর বেলা সাড়ে ১১টার দিকে তারা ফিরে যান।