- রাজধানী
- কিডনি রোগের চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত কয়েদি
কিডনি রোগের চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত কয়েদি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি সংক্রান্ত জটিলতার চিকিৎসা নিতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ বছর বয়সী এক কয়েদি। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
ঢামেক হাসপাতালে দায়িত্ব পালন করা কারারক্ষী শেখ কামাল হোসেন জানান, করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিডনি সংক্রান্ত জটিলতার চিকিৎসা দিতে গত ৩০ মার্চ ওই কয়েদিকে ঢামেক হাসপাতালে আনা হয়। এখানে তার ডায়লাইসিস করা হতো। দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার করোনা পরীক্ষা করা উচিত বলে মনে করেন চিকিৎসকরা। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার পরীক্ষার ফল এলে জানা যায় তিনি কভিড-১৯ এ আক্রান্ত।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি হাসপাতালের প্রিজন সেলে দায়িত্ব পালন করতেন। পরে তাকে কেরানীগঞ্জের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে দায়িত্ব পালন করা তিন কারারক্ষীকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
মন্তব্য করুন