করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সেবামূলক কাজ করছে ইপিলিয়ন গ্রুপের লাইস্টাইল ব্র্যান্ড সেইলর এবং ইপিলিয়ন ফাউন্ডেশন। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিষ্ঠান দুটি পিপিই (ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি) সরবরাহ করছে ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে।

ইতমধ্যেই মুগদা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) প্রদান করেছে প্রতিষ্ঠান দুটি। এর আগে বারডেম জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, আঞ্জুমান মফিদুল ইসলাম সহ কয়েকটি প্রতিষ্ঠানে পিপিই দিয়েছিল তারা।

চলতি এবং আগামী সপ্তাহে ঢাকা মহানগর হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে তারা পিপিই বিতরণ করবে বলে জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ইপিলিয়ন ফাউন্ডেশন বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন মাইকিং, লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রে সহ সুবিধাবঞ্চিতদের খাদ্য বিতরণের কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।