ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যসামগ্রীর দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে পারবেন। 

তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান ও জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

ঢাকা মহানগর পুলিশ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ। খবর ডিএমপি নিউজের।