বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটে থমকে গেছে সবকিছু। ফলে পবিত্র মাহে রমজানেও এবার হোটেল-রেঁস্তোরাগুলোতে নেই বিশেষ কোনো ব্যবস্থা। তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত হোটেল-রেঁস্তোরাগুলো ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে।

সোমবার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ডিএমপি নিউজ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠিত হোটেল-রেঁস্তোরা থেকে ইফতার ক্রয় করতে পারবেন নগরবাসী। তবে রেস্টুরেন্ট-রেঁস্তোরায় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।

এ সময় ইফতার বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।