চলমান করোনাভাইরাস সংকটে অসহায় হয়ে পড়া দিনমজুর ও নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ।

ওই ইউনিট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূর আলম আকাশ তার নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ১০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

এরইমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা বিভিন্ন ল্যাবে নিজস্ব উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা রাস্তায় রাস্তায় মানুষের কাছে বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাসায়নিক ল্যাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মানুষের হাতে তুলে দেন কলেজ ছাত্রলীগের নেতাককর্মীরা।

এছাড়াও কলেজের আশপাশে  রাস্তায়, গাড়িতে ও বিভিন্ন জায়গায় নিয়মিত জীবানুনাশক স্প্রে করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ।

সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর-আলম আকাশ জানিয়েছেন,  কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এতদিন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে আসছে। কিন্তু তিনি তার ব্যক্তিগত অর্থ খরচ করে কলেজের আশপাশের অসহায় মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। সামর্থ্য অনুযায়ী এই সংকটে প্রত্যেকেরই অসহায়ের পাশে থাকা উচিত।