- রাজধানী
- ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ত্রাণ বিতরণ অব্যাহত
ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ত্রাণ বিতরণ অব্যাহত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান -সমকাল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব নিশ্চিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রেখেছে ঢাকা জেলা প্রসাশন। এছাড়াও জেলা প্রসাশনের নির্দেশে মহানগরীর বিভিন্ন স্থানে কোরানার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ৯৮টি মামলা এবং ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করছে।
এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ২০০, দোহারে কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৪০০, ৮০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রসাশন। একই সঙ্গে টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
মন্তব্য করুন