- রাজধানী
- রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ফাইল ছবি
রাজধানীর বনানী টিএনটি বটতলা এলাকায় বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
নিহত জলিল (৪৫) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
র্যাব-১ এর সিনিয়র এএসপি মো. কামরুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে র্যাব ঘটনাস্থল থেকে জলিলের মরদেহ উদ্ধার করে।’
দুটি বিদেশি পিস্তল, কিছু গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের দাবিও করেন তিনি।
এ ঘটনায় কামরুল নামে র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
মন্তব্য করুন