রাজধানীর মাতুয়াইলের হাজী আ. লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান আবদুল রাকিব ভূঁইয়ার (ভূঁইয়া বাবু) পক্ষ থেকে এলাকার করোনা সংকটে কর্মহীন ১ হাজার ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

হাজী লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরফুদ্দিন আহমেদ সান্টু, কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান আবদুল রাকিব ভূঁইয়া, মনসুরুল আবেদীন মুকুল, এফ এম শরিফুল ইসলাম শরিফ, শাহাদাত হোসেন সাধু, আবু আহমেদ লিপু, কামরুল হাসান বাঘা প্রমুখ।