- রাজধানী
- ডিএসসিসির চাকরিচ্যুত ২ কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করবে দুদক
ডিএসসিসির চাকরিচ্যুত ২ কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করবে দুদক

দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঊর্ধ্বতন দুই কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঈদুল আজহার পরই তাদের স্থাবর-অস্থাবর সম্পদের খুঁজে মাঠে নামবেন দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দুদকের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি আরও জানান, দুর্নীতিবাজ যেই হোক না কেন- তাকে আইনের মুখোমুখী করা হবে। এরই অংশ হিসেবে ডিএসসিসির ওই দুই কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করা হবে।
ডিএসসিসির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস গত ১৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরদিন ১৭ মে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে চাকরিচ্যুত করেন।
ডিএসসিসির এক কর্মকর্তা জানান, চাকরিকালে ক্ষমতার অপব্যহার করে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদের মালিক হয়েছেন তারা। তাদের বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংকে জমানো টাকাসহ নানা ধরনের সম্পদ রয়েছে বলে তথ্য রয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষের কাছে।
ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের আগেই ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন। ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তার ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি। সিটি করপোরেশন আইন আনুযায়ী তাদের দু'জনকে তিন মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে বলে ডিএসসিসি সূত্র জানায়।
মন্তব্য করুন