রাজধানীর দক্ষিণখানে দেশিয় ওয়ান স্যুটার গানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নিরব হোসেন সিয়াম। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

দক্ষিণখান থানার এসআই আরিফ হোসেন জানান, দক্ষিণখানের মীর তালেব আলী রোডের একটি বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় সিয়াম অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সিয়াম জানিয়েছেন, তিনি চট্টগ্রাম থেকে অবৈধভাবে অস্ত্রটি কিনেছেন। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।