- রাজধানী
- বিয়ের প্রতিশ্রুতিতে ৭৫ লাখ টাকা হাতিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
বিয়ের প্রতিশ্রুতিতে ৭৫ লাখ টাকা হাতিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

মো. গোলাম মোস্তফা। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে মো. গোলাম মোস্তফা (৩৮) নামে ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার মধ্যরাতে সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোলাম মোস্তফা নিজেকে ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট আবার কখনও সচিবালয়ে কর্মকর্তা বলে পরিচয় দিতেন। তিনি বিয়ের প্রতিশ্রুতিতে এখন পর্যন্ত পাঁচজনের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
সিআইডি’র এ কর্মকর্তা আরও জানান, মোস্তফা ঢাকা শহরের কিছু অসাধু ঘটকের কাছ থেকে অবিবাহিত মেয়েদের বায়োডাটা টাকার বিনিময়ে সংগ্রহ করে তাদের সাথে ফোনে যোগাযোগ করেন। তাদের পরিবারের সদস্য বিশেষত পাত্রীর মায়ের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং বিশ্বস্ততা অর্জন করেন। এরপর বিভিন্ন সময়ে নানা অজুহাত যেমন- পিএইচডি করতে বিদেশ যাওয়া, বদলি বাতিলকরণ করাসহ নানা অজুহাতে বিবাহের পাত্রীদের কাছ থেকে টাকা ধার নিতেন। পরবর্তীতে ধারকৃত টাকা ফেরত না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। তার মূল টার্গেট ছিল বিত্তবান পরিবারের অবিবাহিত ও চাকরিজীবী মেয়ে।
মোস্তফার প্রতারণার শিকার বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মকর্তা গত ১১ ফেব্রুয়ারি বাদি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন। সিআইডিকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন