করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে কাজ করছে বংশাল থানা পুলিশ। সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচল ও মার্কেট খোলার জন্য সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বংশাল থানার ওসি মো. শাহীন ফকির বিপিএম, ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ ও নবাবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবু ছাইম বিভিন্ন মার্কেট এবং বাস স্ট্যান্ডে গিয়ে মানুষকে সচেতন করেন। তারা মালিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ব্রিফিং করেন। 

এসময় প্রত্যেক দোকানে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ব্যবহার করার জন্য বলা হয় এবং মার্কেটের প্রবেশ মুখে জীবানুমুক্তকরণ ট্যানেল বসানো হয়। স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশসমূহ ব্যানার বানিয়ে মার্কেটে টানিয়ে দেওয়া হয়। ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ডে গাড়ির চালক ও হেলপারদের মাস্ক ব্যবহার এবং যাত্রীদের হ্যান্ড সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়। 

বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, চালকের পাশাপাশি যাত্রীরাও যাতে সিটে বসার সময় দূরুত্ব বজায় রেখে যাতায়াত করেন এবং মাস্ক ব্যবহার করেন তা প্রচার করেছি। প্রতিটি গাড়িতে গাড়িতে হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। আমাদের এমন সচেতনতামূলক কাজ চলবে।