- রাজধানী
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইডিএলসির ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইডিএলসির ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান

চেক প্রদান অনুষ্ঠান
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও আরিফ খান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আরিফ খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করোনাকালীন এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আইডিএলসি সব সময় দেশের সংকটকালে জনমানুষের কল্যাণে ভূমিকা পালন করে থাকে।’
এ ছাড়াও ইতিমধ্যে করোনা মোকাবেলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সারা দেশের প্রায় ৮ হাজার পরিবারের মাঝে ৫ টি শীর্ষস্থানীয় সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন