নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার বিক্রির অপরাধে রাজধানীর নিউ মার্কেটের চারটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব দোকান থেকে প্রায় পাঁচ লাখ টাকার নকল স্যানিটাইজার জব্দ করা হয়েছে। বুধবার এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, কভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও কিছু অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার ও তরল অ্যান্টিসেপটিক বিক্রি করছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এরপর বুধবার দুপুরের পর নিউ মার্কেটে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি দল। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদার।

র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, অভিযানের সময় দেখা যায়, এসিআই কোম্পানির স্যাভলনের মতো মোড়কজাত করে 'স্যালভন' বা 'স্যাভরন' নামে নকল পণ্য বিক্রি করা হচ্ছে। অভিযানে নিউ সুপার মার্কেটের মেসার্স জননী হার্ডওয়ার স্টোরের মালিক আকতার হোসেনকে ৫০ হাজার, খায়ের হার্ডওয়ার স্টোরের মালিক আবুল খায়েরকে এক লাখ, কুমিল্লা হার্ডওয়ার স্টোরের মালিক আবুল কালামকে ৫০ হাজার, হক অ্যান্ড ব্রাদার্সের মালিক মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।